ভুক্তভোগীদের অভিযোগ, সলঙ্গা থানার বেতুয়া উত্তরপাড়া গ্রামের মৃত আছের আলীর ছেলে বেলাল হোসেন ও তার ভাইদের বসতবাড়ির একমাত্র চলাচলের পথটি স্থানীয় মৃত ইয়াছিন আলীর ছেলে ওমর ফারুক ও তার সহযোগীরা বাঁশের বেড়া দিয়ে আটকে দেয়। শুধু রাস্তা নয়, বাড়ির চারপাশেও বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে।
ভুক্তভোগী বেলাল হোসেন বলেন, আমাদের বসতবাড়ির একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বাজার করা, চিকিৎসার জন্য যাওয়া কিংবা সন্তানদের স্কুলে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।
অভিযুক্ত ওমর ফারুক এ বিষয়ে বলেন, তারা আগে আমাদের বাড়ির ওপর দিয়ে যাতায়াত করত। কিন্তু আমাদের পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে আর তাদের সেই পথে যেতে দিচ্ছি না। এছাড়াও বেলাল হোসেনের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছি। বাঁশের বেড়া তুলে যাতায়াতের রাস্তা উন্মুক্ত করতে বলা হয়েছে।