ঢাকা | সেপ্টেম্বর ৪, ২০২৫ - ৮:৫০ অপরাহ্ন

শিরোনাম

সড়কে শৃঙ্খলা ফেরাতে লামায় মোবাইল কোর্ট, ছয় চালককে জরিমানা

  • আপডেট: Thursday, September 4, 2025 - 1:13 pm

লামা (বান্দরবান) প্রতিনিধি।। বান্দরবানের লামা উপজেলায় সড়ক দুর্ঘটনা রোধ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মোবাইল কোর্ট পরিচালনা করে ছয়জন গাড়িচালককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার লাইনঝিরি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, গাড়ির ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স না থাকা সহ সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ছয়জন চালককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন লামা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ এবং কয়েকজন কনস্টেবল। এছাড়াও লামা ট্রাফিক বিভাগের সার্জেন্ট শিমুল দেবনাথ, সহকারী উপ-পরিদর্শক (ট্রাফিক) মো. খাইরুল ইসলাম এবং শেখ মোহাম্মদ আলী এই কার্যক্রমে সহযোগিতা করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং দুর্ঘটনা কমাতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।