শেরপুরে মাইক্রোবাসচাপায় তিন মাদরাসা ছাত্র নিহত

জাগো জনতা অনলাইন।। শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বাড়ি ফেরার পথে মাইক্রোবাসচাপায় তিন মাদরাসা ছাত্র নিহত হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সন্ধ্যাকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- বড় রাংটিয়া গ্রামের দেওয়ানী পাড়ার গোলাপ হোসেনের ছেলে সাকিবুল (৮), জহুরুল ইসলামের ছেলে জাকারিয়া (৯) ও সাহেব আলীর ছেলে আমিন (৭)। তারা স্থানীয় মারকাযুত তাকওয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদরাসা ছুটি শেষে বাড়ি যাচ্ছিল তিন শিক্ষার্থী। সন্ধ্যাকুড়া এলাকায় হঠাৎ একটি দ্রুতগতির মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। অবস্থা গুরুতর দেখে চিকিৎসক তাদের শেরপুর জেলা হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর দু’জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ সময় উন্নত চিকিৎসার জন্য আহত আমিনকে ময়মনসিংহ মেডিকেলে রেফার্ড করা হয়। সেখানে নেওয়ার পথে সে মারা যায়।
জেলা হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক অনিকা আফরিন প্রমা বলেন, দুই শিশু হাসপাতালে আসার আগেই মারা যায়। অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়। শুনেছি, পথে সে মারা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমীন বলেন, মাইক্রোবাস জব্দ ও চালককে আটক করা হয়েছে।