ঢাকা | সেপ্টেম্বর ১৬, ২০২৫ - ৬:৩১ অপরাহ্ন

শিরোনাম

লোহাগাড়ায় নিয়ন্ত্রণহারা বাসের চাপায় যুবক নিহত, মহাসড়ক অবরোধ

  • আপডেট: Tuesday, September 16, 2025 - 11:28 am

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।। চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণহারা যাত্রীবাহী মারছা পরিবহনের বাসের চাপায় মো. জাগির হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জাগির হোসেন চুনতি ইউনিয়নের আবুল ফজরের ছেলে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের কাজি ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী মারছা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জাগির হোসেন বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শী রুবেল বলেন, “এই সড়ককে মহাসড়ক বলা হলেও এটি খুবই সংকীর্ণ। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তবুও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না।”

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অবরোধকারীরা বলেন, মহাসড়কে অতিরিক্ত গতির কারণে প্রায়ই প্রাণহানি ঘটছে। তারা দ্রুত সড়ক প্রশস্তকরণ, প্রয়োজনীয় স্পিডব্রেকার স্থাপন, চালকদের গতি নিয়ন্ত্রণে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং দুর্ঘটনার শিকার পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি জানান।

লোহাগাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মুহাম্মদ ফিরোজ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।