ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৫ - ৮:২৫ অপরাহ্ন

শিরোনাম

লামায় বিএনপি’র সদস্য সংগ্রহ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, September 13, 2025 - 1:36 pm

বান্দরবানের লামা উপজেলায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাণবন্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাবেদ রেজা।

উদ্বোধনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি হয়। ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এসময় স্বতঃস্ফূর্তভাবে নতুন সদস্যদের মাঝে ফরম বিতরণ করা হয় এবং পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে ৭টি ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন। এছাড়া জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করতে হবে। নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্যদের নবায়নের মাধ্যমে আমরা সে লক্ষ্য পূরণে কাজ করছি।

বক্তারা আরও জানান , বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করতে হবে। নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্যদের নবায়নের মাধ্যমে আমরা সে লক্ষ্য পূরণে কাজ করছি। উপজেলার ৭ ইউনিয়নে ও পৌর এলাকায় এ কার্যক্রম চলবে। এই কর্মসূচি শুধু সদস্য বাড়ানোর জন্য নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যও।