লংগদুতে ৩৫ কাঠুরিয়া হত্যার বিচারের দাবিতে র্যালি, শোকসভা ও দোয়া মাহফিল

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি।। ১৯৯৬ সালের পাকুয়াখালী গণহত্যার বিচারের দাবিতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনসহ প্রতি পরিবার থেকে একজনকে সরকারি চাকরির দাবিতে লংগদুতে র্যালি, শোকসভা, দোয়া মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে লংগদু ঘাট থেকে একটি র্যালি বের হয়ে গণকবরের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শোকসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম। লংগদু উপজেলা পিসিসিপি সভাপতি সুমন তালুকদারের সঞ্চালনায় এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. আসিফ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, চট্টগ্রাম মহানগর সভাপতি গিয়াস উদ্দীন, লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক খালিদ রেজা প্রমুখ। এসময় ইউনিয়ন, উপজেলা ও জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর লংগদুর পাকুয়াখালীতে জেএসএস এর সশস্ত্র শাখা শান্তিবাহিনী ৩৫ জন নিরস্ত্র বাঙালি কাঠুরিয়াকে নৃশংসভাবে হত্যা করে। ওইদিনের ভয়াবহ হত্যাযজ্ঞে একমাত্র প্রাণে বেঁচে যান ইউনুস মিয়া, যিনি প্রত্যক্ষদর্শী হিসেবে পরে মামলা দায়ের করলেও দীর্ঘ ২৯ বছরেও বিচার হয়নি। সরকারি তদন্ত কমিটি গঠন করা হলেও সেই প্রতিবেদন আজও প্রকাশ করা হয়নি।
পিসিসিপি নেতৃবৃন্দ অভিযোগ করেন, আইন-আদালতে বিচার না হওয়ায় নিহত পরিবারের স্বজনরা আজও অশ্রুসিক্ত হয়ে দিন কাটাচ্ছেন। তারা অবিলম্বে পাকুয়াখালী গণহত্যার বিচার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং প্রতিটি পরিবার থেকে একজনকে সরকারি চাকরি দেওয়ার জোর দাবি জানান।