লংগদুতে সেনাবাহিনীর অভিযান, ভারতীয় গাঁজাসহ এক যুবক আটক

মো. গোলামুর রহমান, লংগদু (রাঙামাটি)।। রাঙামাটির লংগদু উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. আজিজুল ইসলাম (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে সোনাই মালাদ্বীপ এলাকা থেকে আটক করা হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন (তেজস্বী বীর) এ অভিযান পরিচালনা করে। আটক মাদক ব্যবসায়ী একই এলাকার নুর ইসলামের ছেলে।
সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে আজিজুল ভারত থেকে চোরাই পথে গাঁজা এনে স্থানীয় সেবনকারীদের মাঝে বিক্রি করছে। এ অবস্থায় ভারপ্রাপ্ত জোন টু-আইসি ও দুড়ছড়ি সাব জোন কমান্ডার মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওন বিষয়টি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদকে অবহিত করেন। তাঁর নির্দেশনায় মেজর রিফাত উদ্দিন আহমেদের নেতৃত্বে বিশেষ টহল দল সকাল ১০টা ৩০ মিনিটে অভিযানে যায়। অভিযানকালে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে আজিজুল পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য লংগদু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনীর লংগদু জোন জানায়, তারা এ অঞ্চলে মাদক চোরাচালান ও ব্যবসা দমনে নিয়মিত অভিযান চালাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে