ঢাকা | ডিসেম্বর ১৮, ২০২৫ - ১০:০২ অপরাহ্ন

শিরোনাম

রামুতে শেষ রক্ষা হলো না সশস্ত্র সন্ত্রাসীদের

  • আপডেট: Thursday, December 18, 2025 - 8:23 pm

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।

 

রামুতে ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন সংরক্ষণের সরঞ্জাম হিসেবে ব্যবহৃত ১ হাজার ৬০০ পিস বাউন্ডলি ও একটি মিনি পিকআপ গাড়িসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মো. শাহজাহান (২৫), মো. ইলিয়াছ (১৯) ও আতিকুর রহমান (২৫)।

পুলিশ জানায়, একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর জন্য আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম নিয়ে রামু হয়ে নাইক্ষ্যংছড়ির দিকে যাচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে রামু থানা পুলিশ জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান–নাইক্ষ্যংছড়ি সড়কের মাথায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। ১৭ ডিসেম্বর রাত পৌনে ২টায় একটি মিনি পিকআপ গাড়ি চেকপোস্ট অতিক্রম করার সময় থামার সংকেত দিলে চালক গাড়ি রেখে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তিনজনকে আটক করে। পরে গাড়িটি তল্লাশি করে উপস্থিত সাক্ষীদের সামনে ৩২টি প্লাস্টিকের সাদা বস্তায় রাখা মোট ১ হাজার ৬০০ পিস বাউন্ডলি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ও অজ্ঞাতনামা আসামিরা সন্ত্রাসী গোষ্ঠীকে ভারী অস্ত্রের সরঞ্জাম সরবরাহের মাধ্যমে দেশের জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করা, জনমনে আতঙ্ক সৃষ্টি, সরকারকে অস্থিতিশীল করা এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রে জড়িত ছিল।