ঢাকা | আগস্ট ১৪, ২০২৫ - ৪:৩৮ অপরাহ্ন

মোংলায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব ঋণের চেক বিতরণ

  • আপডেট: Wednesday, August 13, 2025 - 8:03 am

(স্টাফ রিপোর্টার) মোংলা।। প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে।

মঙ্গলবার (১২ আগস্ট) মোংলা উপজেলা যুব র‍্যালী ও
অডিটরিয়ামে আলোচনা সভা যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার, শারমিন আক্তার সুমী।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর মোংলা আয়োজনে অনুষ্ঠানে সভাপতিতো করেন জনাব যাদব চন্দ্র রায় মোংলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, অনুষ্ঠান শুরুতেই শপথ বাক্য পাঠ করা হয়।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন যাদব চন্দ্র রায় মোংলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হালদার, উপজেলা ইঞ্জিনিয়ার নাবিদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান প্রমূখ।

এর আগে সকালে মোংলা উপজেলা পরিষদ কার্যালয় থেকে বর্ণাঢ্য আয়োজনে ব্যানার ফেস্টুন উড়িয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদ্বোধন করা হয়।

মোংলা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের থেকে এর মধ্যে মোংলা উপজেলা ৫ জন যুবককে ৫ লক্ষ টাকা যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।