মেধাবী শিক্ষার্থী নাফিস খন্দকারের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

জাগো জনতা অনলাইন।। ঢাকা বিশ্ববিদ্যালয় নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১২তম ব্যাচের শিক্ষার্থী নাফিস খন্দকার রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ ১৬ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার বিকাল পৌনে ৪টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পিতার নাম গোলাম মাওলা এবং মাতার নাম ইয়াসমিন বেগম। তার বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার রূপনগরে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী নাফিস খন্দকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবাণীতে উপাচার্য বলেন, তার মৃত্যুতে দেশ একজন অমিত সম্ভাবনাময় তরুণকে হারালো। এ ধরনের মৃত্যু একটি পরিবার তথা জাতির জন্য অত্যন্ত দুঃখ ও বেদনার। তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মরহুমের নামাজে জানাজা আজ বাদ মাগরিব কার্জন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীগণ জানাজায় অংশ নেন।