ঢাকা | সেপ্টেম্বর ১০, ২০২৫ - ৯:০৬ অপরাহ্ন

শিরোনাম

মানিকছড়িতে লাইব্রেরি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

  • আপডেট: Wednesday, September 10, 2025 - 12:07 pm

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি ।। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় লাইব্রেরি কার্যক্রম নিয়ে বিভ্রান্তি নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ও সামাজিক সংগঠন “স্মার্ট মানিকছড়ি”র দায়িত্বশীলরা।

জানা গেছে, ২০২১ সালে সামাজিক সংগঠন “স্মার্ট মানিকছড়ি”র উদ্যোগে স্থানীয় প্রশাসন ও সর্বজনের সহযোগিতায় “স্মার্ট মানিকছড়ি পাবলিক লাইব্রেরি” প্রতিষ্ঠিত হয়। কিছুদিন সক্রিয় থাকার পর সেটি বন্ধ হয়ে যায়। পরে বই-পুস্তক ও আসবাবপত্র নষ্ট হওয়ার উপক্রম হলে সম্প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সহযোগিতায় “মানিকছড়ি উপজেলা প্রশাসন লাইব্রেরি” প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় পাবলিক লাইব্রেরিতে থাকা প্রায় ২০০ বই, ৩টি বুকসেল্ফ, ১২টি চেয়ার, ১টি পানির ফিল্টার ও ১টি কার্পেট উপজেলা প্রশাসন লাইব্রেরিতে হস্তান্তর করা হয়।

তবে এ ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়ায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া মতবিনিময় সভার আয়োজন করেন। সভায় তিনি বলেন, “পাবলিক লাইব্রেরি জাতীয় গ্রন্থাগারের উদ্যোগে পরিচালিত হয়। এর জনবল থেকে শুরু করে প্রশাসনিক কাঠামো পর্যন্ত জাতীয় গ্রন্থাগারের অধীন। উপজেলা প্রশাসনের পক্ষে আলাদা করে পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠার সুযোগ নেই। তবে ভবিষ্যতে কেউ যদি নতুন পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করতে চান, প্রশাসন ‘স্মার্ট মানিকছড়ি পাবলিক লাইব্রেরি’ থেকে প্রাপ্ত রক্ষিত মালামাল ফেরত দেবে এবং সহযোগিতা করবে।”

ইউএনও আরও জানান, সদ্য প্রতিষ্ঠিত “মানিকছড়ি উপজেলা প্রশাসন লাইব্রেরি” সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ইতোমধ্যে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের সদস্য করতে শিক্ষকদের নিয়ে বৈঠক হয়েছে এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সদস্য ফরম পূরণ করছেন। তিনি ব্যক্তিগত উদ্যোগে নতুন লাইব্রেরি বা পাঠাগার প্রতিষ্ঠিত হলে প্রশাসনের পক্ষ থেকেও সাধ্যানুযায়ী সহযোগিতার আশ্বাস দেন।