ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৫ - ১২:২৫ অপরাহ্ন

শিরোনাম

মহালছড়ি গাউছিয়া কমিটির ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, September 18, 2025 - 6:01 am

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি।। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা গাউছিয়া কমিটির উদ্যোগে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

বুধবার বিকাল ৪টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত মহালছড়ি বাজারে এ মাহফিল চলে।

বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, এটি সৃষ্টিকুলের সবচেয়ে বড় ঈদ। প্রকৃতপক্ষে ঈদে মিলাদুন্নবী (সা.) শুধু মুসলিম জাতির জন্যই নয়, বরং সমগ্র সৃষ্টির তথা কুল-কায়েনাতের জন্য আনন্দের দিন। তারা আরও বলেন, হযরত রাসুলুল্লাহ (সা.)-এর শুভ জন্ম ও ওফাত একই তারিখে হয়নি। হযরত রাসুলুল্লাহ (সা.) বিদায় হজের ৮১ দিন পর, ১ রবিউল আউয়াল সোমবার ইন্তেকাল করেন। অপরদিকে তিনি জন্মগ্রহণ করেছিলেন ১২ রবিউল আউয়াল সোমবার। কিন্তু সমাজে প্রচলিত আছে যে, রাসুলুল্লাহ (সা.)-এর জন্ম ও ওফাত একই দিনে হয়েছে। এর ফলে তাঁর শুভ জন্মদিন অবারিত রহমত ও বরকত হওয়ার পরও মুসলিম উম্মাহ অনেক সময় আনন্দ-উৎসব থেকে বঞ্চিত হয়।

বক্তারা বলেন, “হযরত রাসুলুল্লাহ (সা.)-এর জন্মদিনে যারা খুশি হন, মহান আল্লাহ তাদের ক্ষমা করে দেন।” তাই ঈদে মিলাদুন্নবী (সা.)-কে আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে পালন করার উপর তারা গুরুত্বারোপ করেন।

মাহফিলে সভাপতিত্ব করেন গাউছিয়া কমিটির মহালছড়ি উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী। প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। বার্ষিক নূরানী ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা মোহাম্মদ ফখরুদ্দিন আল কাদেরী। বিশেষ বক্তা ছিলেন মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ বোরহান উদ্দিন সিদ্দিক প্রমুখ।

প্রধান বক্তা হযরতুল আল্লামা ফখরুদ্দিন আল কাদেরী তাঁর মূল্যবান ভাষণে বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন।