ঢাকা | অক্টোবর ২৯, ২০২৫ - ৩:১৭ পূর্বাহ্ন

শিরোনাম

মহালছড়িতে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

  • আপডেট: Tuesday, October 28, 2025 - 6:17 pm

 

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি।

মহালছড়ি উপজেলা মাইসছড়ি বাজার এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ রানা (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আটককৃত মাসুদ উপজেলার মাইসছড়ি ইউনিয়নের কালাপাহাড় গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) প্রদীপ বৈদ্যের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার সকালে মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে মাসুদকে আটক করে। এ সময় তার কাছ থেকে পলিথিনের ব্যাগে মোড়ানো ৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, মাইসছড়ি বাজারে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাসুদ রানা নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।