ঢাকা | ডিসেম্বর ১৬, ২০২৫ - ১১:৪১ অপরাহ্ন

শিরোনাম

মহান বিজয় দিবসে আলোচনা সভা ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  • আপডেট: Tuesday, December 16, 2025 - 9:47 pm

বান্দরবান প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে পিসিসিপি বান্দরবান জেলা শাখা।

 

দিবসটির তাৎপর্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার ৫০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে খাতা, কলম, বইসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। মানবিক এই উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়।

 

পিসিসিপি বান্দরবান জেলা শাখার দপ্তর সম্পাদক মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিনিয়র সহ-সভাপতি জমির উদ্দীন, সহ-সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তানভীর হোসেন ইমন এবং রেইচা ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে এখনো প্রকৃত অর্থে বিজয়ের সুফল পৌঁছায়নি। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে এখনো নানা বৈষম্যের শিকার হতে হচ্ছে। এসব বৈষম্য অবিলম্বে দূরীকরণের দাবি জানান তারা।

 

বক্তারা আরও বলেন, স্বাধীনতার চেতনাকে ধারণ করে পিসিসিপি পার্বত্য অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং এ ধরনের উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে পিসিসিপি বান্দরবান জেলা শাখা নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।