ঢাকা | সেপ্টেম্বর ১২, ২০২৫ - ১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম

মধ্যরাতে মোবাইল কোর্টের অভিযান, লামায় গাঁজা সেবনকালে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড

  • আপডেট: Thursday, September 11, 2025 - 7:25 pm

নিজস্ব প্রতিবেদক।। লামা পৌরসভার মধুঝিরি পশ্চিমপাড়া এলাকায় মধ্যরাতে মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। এ সময় গাঁজা সেবনের অপরাধে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।
আজ ১২ সেপ্টেম্বর রাত ১২টা ১০ মিনিটে, তিনি মধুঝিরি পশ্চিমপাড়া এলাকা থেকে মৃত লিয়াকতের ছেলে নাসির উদ্দিন (৩২) কে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা সেবন করে মাতলামি ও জনদুর্ভোগ সৃষ্টি করছিলেন। এ বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে একাধিক অভিযোগ থাকায় তা আমলে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নাসির উদ্দিনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।