ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৫ - ৫:০২ অপরাহ্ন

শিরোনাম

ভোট কারচুপি প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেবো: জাকসু প্রধান নির্বাচন কমিশনার

  • আপডেট: Saturday, September 13, 2025 - 10:04 am

জাগো জনতা অনলাইন।। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট কারচুপি প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেবো বলে মনে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট কারচুপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক মনিরুজ্জামান বলেন, আমরা যখন হলগুলোতে দায়িত্ব পালন করেছি পোলিং এজেন্ট, রিটার্নিং অফিসার সবাই জানিয়েছে ভোটারদের দুই থেকে তিন ধাপে চিহ্নিত করা হয়েছে। সবাই খুব সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছে। কোন পোলিং এজেন্ট এখন পর্যন্ত অভিযোগ করেনি তার হলে একাধিক ভোট কিংবা ভোট জালিয়াতির ঘটনা ঘটেছে।

তিনি আরো বলেন, আমি বলতে পারি জাকসু নির্বাচনে ভোট কারচুপি কিংবা জালভোটের মতো কোনো ঘটনা প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে চলে যাবো। পেনশনের টাকাও গ্রহণ করবো না।