ঢাকা | ডিসেম্বর ৫, ২০২৪ - ৮:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

বৈষম্যবিরোধী ছাত্র – জনতা হত্যা মামলায় আটক ২

  • আপডেট: Saturday, November 30, 2024 - 10:02 am

ইউসুফ আলী: গত ৫ আগষ্ট ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) বেলা ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। এর আগে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- ভোলা জেলার সদর থানার চর মনসা গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. নুরু মিয়া ওরফে নুরু উদ্দিন ওরফে ভাংগারী নুরু (৪৫)। সে বর্তমানে আশুলিয়ার বাইপাইল বসুন্ধরা এলাকায় বসবাস করে এবং ঢাকার আশুলিয়ার জামগড়া শিমুলতলা মীরবাড়ী এলাকার মৃত শহিদুল্লাহ মীরের ছেলে মো. জামান মীর (৫৫)।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়।