বিএনইজি-এমজেসিবি’র উদ্যোগে শ্রমিক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাগো জনতা অনলাইন।। বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড (বিএনইজি) ও মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশের (এমজেসিবি) উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পূর্ব বাডডা টাইনি টটস স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ঢাকায় বসবাসরত গণমাধ্যমকর্মীদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনইজি ও এমজেসিবির সভাপতি এবং জাতীয় দৈনিক মাতৃভূমির খবরের নিউজ এডিটর বাদল চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
শুরুতেই মহান মে দিবসে সকল শহীদ শ্রমিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক ইত্তেফাক’র সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও সাপ্তাহিক সচিত্র সাংবাদিক এর সম্পাদক আতিকুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক নওরোজ’র নির্বাহী সম্পাদক শরিফুল হক পাভেল, জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক বাংলাদেশের আলো’র জাফরুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ও রূপসী বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ও সাপ্তাহিক অগ্রণী বার্তা’র সম্পাদক আলী আশরাফ আখন্দ, সাপ্তাহিক যায় সময়’র ভারপ্রাপ্ত সম্পাদক খালেক খান, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাবেক নির্বাহী সদস্য ও ডিবিসি টেলিভিশনের অমিতাভ রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ও দৈনিক মুক্ত খবর’র আনিস মোল্লা, দৈনিক আজকের বাণী’র মো: মাহবুবুল আলম ভূইয়া, আবদুল খালেক লিটন, দৈনিক সংগ্রামের ইব্রাহিম খলিল, জয়যাত্রা পত্রিকার মেহেরুন আশরাফ, চ্যানেল এস টিভির ফরহাদ হোসেন।
বক্তারা বলেন, মহান মে দিবস উপলক্ষে সকলের প্রতি আহবান জানাই সাংবাদিক নির্যাতন, নিপীড়ন, হত্যা বন্ধ করা হোক। সাংবাদিকদের বেতন ভাতা পরিশোধ করতে মালিকদের প্রতি আহবান জানানো হয়।
তারা বলেন, সাংবাদিকদের জন্য একটি নীতিমালা করা দরকার। হলুদ সাংবাদিক নামধারীদের কোনো গণমাধ্যমে যেন নিয়োগ না দেওয়া হয় এর জন্য মালিক ও সম্পাদকদের প্রতি আহবান জানানো হয়।
তারা আরও বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ে সাংবাদিক ইউনিয়নের ডাকে সকল সাংবাদিকদের সাড়া দেওয়া উচিত। সাংবাদিকদের সুরক্ষায় রাষ্ট্র কর্তৃক পেনশন সুবিধা, ফ্রি চিকিৎসা, দায়িত্ব পালন কালে ফ্রি পরিবহন ব্যবস্থা ও রেশনিং দেওয়ার দাবি করেন।
পরে সকলের উপস্থিতিতে বাড্ডা এলাকার সাংবাদিকদের সুখে দুখে পাশে থাকার ঐক্য গঠনের জন্য একটি সংগঠনের নাম ও কার্য নির্বাহী ও উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনটির নির্বাহী কমিটিতে দৈনিক নওরোজ’র নির্বাহী সম্পাদক শরিফুল ইসলাম পাভেল, চ্যানেল এস টিভির ফরহাদ হোসেন, দৈনিক মাতৃভূমির খবর’র রাহাদ হুসাইন ভুইয়া, দৈনিক একুশের বাণী’র নার্গিস চৌধুরী, চ্যানেল এস টিভির মো: জামাল, চ্যানেল আইয়ের আলী আজগর, এইচ টিভির লিটন রয়েছে।
তবে বাকি পদগুলো পূর্ণ করে নির্বাহী ও উপদেষ্টাদের পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন এমজেসিবির কোষাধক্ষ্য ও কলামিস্ট শরীফ মোতাহার হোসেন জয়, এমজেসিবির মহিলা বিষয়ক সম্পাদক ও দৈনিক ঘোষণার আজিজুন নাহার, এমজেসিবির দপ্তর সম্পাদক ও দৈনিক সরেজমিন বার্তা’র রিপন হাওলাদার, চ্যানেল এস টিভির মো. জামাল, সিটি প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম লিটন, মো. সিহাব, মো. আলী হোসেন, বিএনইজির নির্বাহী সদস্য ও সাপ্তাহিক যায় সময়’র মিজানুর রহমান, এমজেসিবির নির্বাহী সদস্য ও দৈনিক কালের ছবি’র নুর আলম, দৈনিক সংবাদ মোহনার মো. সেলিম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন বিএনইজির সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলো’র যুগ্ম বার্তা সম্পাদক আনজুমান আরা শিল্পী।