ঢাকা | সেপ্টেম্বর ৪, ২০২৫ - ১১:৫৩ অপরাহ্ন

শিরোনাম

বান্দরবানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা ও প্রযুক্তির যুগলবন্দি

  • আপডেট: Thursday, September 4, 2025 - 4:52 pm

নিজস্ব প্রতিবেদক।। বান্দরবান পার্বত্য জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫ নিয়োগের লিখিত পরীক্ষা আজ বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বান্দরবান পুলিশ লাইন্স স্কুলে অনুষ্ঠিত হয়। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এবার পরীক্ষায় প্রযুক্তির নতুন সংযোজন হিসেবে ব্যবহার করা হয়েছে Face Detector Software, যা ভুয়া পরীক্ষার্থী শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

লিখিত পরীক্ষার সময় কেন্দ্রের সরেজমিনে পরিদর্শন করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার। তিনি বলেন, আমরা বিচক্ষণতার সঙ্গে কাজ করছি এবং শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে শুধুমাত্র যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চাই। কোনো তদবির বা যোগাযোগের ভিত্তিতে নয়, শুধুই যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে।

তিনি আরও জানান, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সদস্যদের নিয়ে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নিয়োগ প্রক্রিয়া উপহার দিতে জেলা পুলিশ দৃঢ় অঙ্গীকারবদ্ধ। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রার্থীর পরিচয় নিশ্চিত করতে Face Detector Software ব্যবহার করা হয়েছে, যাতে পরীক্ষার্থী ছাড়া অন্য কেউ অংশগ্রহণ করতে না পারে।

পরীক্ষা চলাকালে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার প্রতিনিধি, ওবাহিরের জেলার প্রতিনিধিগণ এবং বান্দরবান জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলো বান্দরবান জেলা পুলিশ, যারা সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম হয়েছে।

এই উদ্যোগ বান্দরবানে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, প্রযুক্তির সদ্ব্যবহার এবং জনআস্থার প্রতিফলন হিসেবে প্রশংসিত হচ্ছে।