ঢাকা | আগস্ট ১৩, ২০২৫ - ১১:৫২ অপরাহ্ন

শিরোনাম

বাঙালিদের জমি বেচাকেনা বন্ধ: রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানকে পিসিসিপি’র আল্টিমেটাম

  • আপডেট: Tuesday, August 12, 2025 - 12:55 pm
আহমদ বিলাল খান।।  বাঙালিদের জমি বেচাকেনা বন্ধের জন্য রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান পার্বত্য মন্ত্রণালয়ে এক চিঠি লিখে জমি বেচাকেনার ব্যাপারে নির্দেশনা চাওয়ায় আল্টিমেটাম দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।
আজ মঙ্গলবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদারের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তারা আল্টিমেটাম দেন। এর আগে গত ২৯ জুলাই জেলা পরিষদের চেয়ারম্যান পার্বত্য মন্ত্রণালয়ে এক চিঠি লিখে জমি বেচাকেনার ব্যাপারে নির্দেশনা চেয়ে আবেদন করেন।
চিঠি থেকে জানা যায়, বাঙালিদের জমি বেচাকেনায় কোন হেডম্যান প্রতিবেদন দেয়া হবে না। এতে বাঙালিরা বিপদে পড়লেও জমি বিক্রি করতে পারবে না। একইসঙ্গে কোন জমি কিনতেও পারবে না। যা বাঙালির জন্য অত্যান্ত ভয়াবহ বিষয় হয়ে দাড়িয়েছে। ফলে এই চিঠি বাতিল অথবা এই প্রক্রিয়া বাতিল করতে আল্টিমেটাম দিয়েছেন পিসিসিপি। এছাড়া বাঙালিরা আগের নিয়মে জমি কেনাবেচা করতে পারে সেজন্য জেলা পরিষদের চেয়ারম্যানকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
এসময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি কেন্দ্রীয় কমিটির নেতা-কর্মীসহ রাঙামাটি জেলা শাখার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি আলমগীর হোসেন, পৌর সভাপতি পারভেজ মোশাররফ হোসেন সহ পিসিসিপি’র বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন।
পিসিসিপির নেতা-কর্মীরা জানান, চেয়ারম্যানকে আগামী ৪৮ ঘন্টার ভিতর এই চিঠি সংশোধন করতে বলা হয়েছে। একইসঙ্গে বাঙালিদের জমি বেচাকেনায় কোন জটিলতা না থাকে সেজন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। আর

যদি জেলা পরিষদের চেয়ারম্যান তার অবস্থান থেকে সরে না আসে তাহলে পিসিসিপি কঠোর আন্দোলন এর ডাক দিবে।