ঢাকা | নভেম্বর ৫, ২০২৫ - ১১:৪১ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়ির আমতলী ইউনিয়নে বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, September 18, 2025 - 10:21 am

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি।। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কবিরপুর বাজার সংলগ্ন ময়দানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা হয়। এতে উপজেলা বিএনপির নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানান ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন আমতলী ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাইদুর রহমান। প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সহ-তথ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউল আলম, জেলা বিএনপির সদস্য মোঃ সোলাইমান মিয়া, আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির মজনু, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও সহ-সভাপতি মোঃ রেজাউল করিম প্রমুখ।

সভা সঞ্চালনা করেন আমতলী ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম ও ইউনিয়ন যুবদলের সদস্য মোঃ রাসেল হাসান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ ইউসুফ নবী, উপজেলা জাসাস সভাপতি মোঃ সিদ্দিক আলী, উপজেলা তাঁতিদল সভাপতি রণেল চাকমা, ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ নুর আলম, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল হোসেন ও ৯নং ওয়ার্ড যুবদলের সদস্য মোঃ আব্দুর শুক্কুর আলী।

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি-২৯৯ আসনে যাকে দল মনোনীত করবে তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভোটের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে স্থিতিশীল ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করতে হবে।