ঢাকা | সেপ্টেম্বর ১০, ২০২৫ - ২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট: Tuesday, September 9, 2025 - 3:27 pm

বাঘাইছড়ি প্রতিনিধি ।। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাঘাইছড়িতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় চৌমুহনী থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক রুনা আক্তারের সঞ্চালনায় এবং পৌর মহিলা দলের সভাপতি আফরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম ও পৌর বিএনপির সহ-সভাপতি কাজী মোস্তফা। এছাড়া উপজেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা এ সময় মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর গুরুত্ব তুলে ধরে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।