ঢাকা | সেপ্টেম্বর ১৪, ২০২৫ - ৮:২২ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে বিজিবি অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

  • আপডেট: Sunday, September 14, 2025 - 12:28 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।।খাগড়াছড়ির বাঘাইছড়ি উপজেলায় বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মারিশ্যা জোন কমান্ডারের দিকনির্দেশনায় নায়েক সুবেদার মোঃ আল মাহমুদ খান এর নেতৃত্বে একটি টহল দল মারিশ্যা কাঠলোডিং পয়েন্ট এলাকায় অভিযান চালায়। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কাঠ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ১৬১.৯৫ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করে। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২৩ হাজার ৯০০ টাকা।

আটককৃত কাঠগুলো মারিশ্যা বিট কাম চেক স্টেশন, মারিশ্যা অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

২৭ বিজিবি মারিশ্যা জোনের কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, “মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।।”