বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ কাঠ জব্দ
মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি।
রাঙামাটির বাঘাইছড়িতে বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে।
১৯ ডিসেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডারের নির্দেশনায় বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে হাবিলদার মো. রোস্তম আলীর নেতৃত্বে একটি বিজিবি টহল দল মারিশ্যা মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনা করে। শনিবার (২০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়।
অভিযান চলাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অবৈধভাবে সংগৃহীত কাঠের গুড়ি ও টুকরা ফেলে পালিয়ে যায়। পরে টহল দল পরিত্যক্ত অবস্থায় মোট ৯৭ দশমিক ২৮ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৪৩ হাজার ২০০ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা নানা অভিনব কৌশলে চোরাচালান কার্যক্রম বাড়ানোর চেষ্টা করছে। এ কারণে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার পাশাপাশি আভিযানিক টহল জোরদার করা হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সীমান্ত ও পার্বত্য এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ চোরাচালান দমনে ভবিষ্যতেও বিজিবির এই কার্যক্রম অব্যাহত থাকবে।











