ঢাকা | সেপ্টেম্বর ১৫, ২০২৫ - ৬:৩৬ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে এমএন লারমার ৮৬তম জন্মবার্ষিকী উদযাপিত

  • আপডেট: Monday, September 15, 2025 - 11:14 am

বাঘাইছড়ি প্রতিনিধি ।। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) প্রতিষ্ঠাতা, জুম্ম জাতীয় চেতনার অগ্রদূত ও অবিসংবাদিত নেতা শ্রী মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে জীবঙ্গাছড়া (বাবুপাড়া) কমিউনিটি সেন্টারে পিসিজেএসএস বাঘাইছড়ি থানা কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

“যে জাতি বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে পারে না, পৃথিবীতে তাদের বেঁচে থাকার কোন অধিকার নেই”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিজেএসএস বাঘাইছড়ি থানা কমিটির সহ-সভাপতি ও ৩৪নং রুপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী জ্যাসমিন চাকমা (ধনেশ্বর)। স্বাগত বক্তব্য দেন পিসিজেএসএসের সাধারণ সম্পাদক জ্যোসি চাকমা।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন পিসিজেএসএসের সহ-সাধারণ সম্পাদক রুবেল চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সভাপতি নিউটন চাকমা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি বাঘাইছড়ি থানা কমিটির সাধারণ সম্পাদক আসেন্টু চাকমা, বঙ্গলতলী ইউপি চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা, ইউপি সদস্য উষাপ্রিয় চাকমা, যুব সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রিয়দর্শী চাকমা, রুপকারী মৌজার হেডম্যান বিশ্বজিৎ চাকমা, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস সুমিতা চাকমা ও মিসেস সাগরিকা চাকমা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিজেএসএস রাঙামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাঘাইছড়ি থানা কমিটির সভাপতি জ্ঞান জীব চাকমা, জেলা কমিটির সহ-সভাপতি সুরেশ কান্তি চাকমা সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা এমএন লারমার আদর্শ ও সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে জুম্ম জাতির অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।