ঢাকা | জুলাই ১৯, ২০২৫ - ৯:০৯ অপরাহ্ন

শিরোনাম

বাউফলে ৯০০ বন্যার্তের মাঝে ত্রাণ বিতরণ করলেন ইউএনও আমিনুল ইসলাম

  • আপডেট: Saturday, July 19, 2025 - 12:30 pm

মো. জসিম উদ্দিন (অন্তুু)।। উপকূলীয় জেলা পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউনিয়নে সাম্প্রতিক ঘূর্ণিঝড়, নদী ভাঙ্গন, বন্যা, জলোচ্ছ্বাসের প্রভাবে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম মানবিক সহায়তা প্রদান করেছেন।

আজ ১৯ জুলাই (শনিবার) দুপুর দেড়টায় ইউনিয়ন পরিষদে ৯০০ লোকের মাঝে জিআর চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে ।

এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, অতি বৃষ্টি, ভারী বৃষ্টি এবং নদী ভাঙ্গনে আপনারা যারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন আপনারা কিন্তু একা নন, সরকার কিন্তু আপনাদের পাশে রয়েছেন। এবং সরকারের পক্ষ থেকে যখনই যা কিছু আসে যেকোনো বরাদ্ধ, অনুদান বা সাহায্য সহযোগিতা যা কিছু আসে আমরা চেষ্টা করি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত, যার আসলে প্রয়োজন, যে সত্যিকারের ক্ষতিগ্রস্ত তার কাছে যেন পৌঁছায়। এবং এইখানে যারা বাছাই হয়েছেন এবং সিলেক্ট হয়েছেন তারা অবশ্যই এই ক্ষতিগ্রস্থের নদী ভাঙ্গনের শিকার এবং সেইসব পরিবারদেকেই আমরা বেছে নিয়েছি।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জব্বার মৃধা, ধুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম, মেম্বারগণ, গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আরো উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক কর্মীরা।