বন্য হাতির ঝুঁকি কমাতে কাপ্তাইয়ে সতর্কতামূলক সাইনবোর্ড
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
হাতির রেড জোন এলাকায় চলাচলে সতর্কতা অবলম্বনে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের পক্ষ হতে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) কাপ্তাই–আসামবস্তী সড়কের হাতির চলাচলের এলাকায় এই সাইনবোর্ড স্থাপন করা হয় বলে জানান কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন।
তিনি আরও জানান, গত এক সপ্তাহ আগে কাপ্তাই–আসামবস্তী সড়কে পৃথক দুটি ঘটনায় বন্য হাতির আক্রমণে দুইজন পাহাড়ি বৃদ্ধ নারী মৃত্যু বরণসহ ৪ জন আহত হয়। তাই পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন নিজ উদ্যোগে হাতির করিডোর রেড জোন এলাকায় পর্যটকসহ সকলের চলাচলে সাবধানতা অবলম্বনে বড় বড় বিলবোর্ড বসান।
রেঞ্জ কর্মকর্তা আরও জানান, হাতির করিডোরের গুরুত্বপূর্ণ এলাকায় রেডিয়ান ক্লিয়ার এই বোর্ডটি রাতে কিংবা দিনে সকলকে সতর্কতার বার্তা দেবে যদি সঠিকভাবে চালকগণ নজর দেন। এছাড়া হাতি হতে সতর্কতা অবলম্বনে সামনে আরও সতর্কমূলক ব্যবস্থা হাতে নিচ্ছে বন বিভাগ।











