ঢাকা | নভেম্বর ২৩, ২০২৪ - ১২:২২ পূর্বাহ্ন

বন্যার্তদের সহযোগিতায় একদিনের বেতন দিলো বিজিবি

  • আপডেট: Friday, August 23, 2024 - 5:27 pm

জাগো জনতা অনলাইন।। চলমান বন্যায় এখন পযর্ন্ত দেশে ১১টি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৪৮ লাখ ৬৯ হাজার ২৯৯ জন মানুষ। এ মুহূর্তে ১১ জেলায় মোট ৯ লাখ ৪৬ হাজার ৭৬৯ পরিবার পানিবন্দি। এমন বিপর্যয়ে সব পেশার মানুষ এগিয়ে আসছে।

এবার বন্যার্তদের সহায়তার হাত বাড়িয়ে দিলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও দুর্নীতি দমন কমিশন (দুদক)। বন্যার্তদের সহায়তায় নিজেদের একদিনের বেতনের টাকা দেওয়ার কথা জানিয়েছে তারা।

বিজিবি জানিয়েছে, বিজিবির সব সদস্যের একদিনের বেতন বন্যার্তদের জন্য প্রদান করা হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) বিজিবি সদর দপ্তরে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বন্যার্তদের সহায়তায় বিজিবির সব সদস্যের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে।

অপরদিকে, দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য দুদকের সব কর্মকর্তার ১ দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ব্যাংক খোলার সঙ্গে সঙ্গে ত্রাণ তহবিলে অর্থ জমা করা হবে।