ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৫ - ৬:৪৮ অপরাহ্ন

শিরোনাম

বড়দিনের উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বিজিবির আর্থিক সহায়তা

  • আপডেট: Sunday, December 21, 2025 - 5:07 pm

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি।
আসন্ন বড়দিন উদযাপন উপলক্ষে পাহাড়ের দুর্গম এলাকায় বসবাসরত খ্রিস্টান ধর্মীয় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৪ বিজিবি)।
রোববার (২১ ডিসেম্বর) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের নিউথাংনাং পাড়া বিওপি এলাকায় যিশু খ্রিস্টের জন্মদিনকে কেন্দ্র করে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বিজিবির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
খাগড়াছড়ি বিজিবি সেক্টরের আওতাধীন বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়ন এই সহায়তা বিতরণ করে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার দুর্গম পাহাড়ি জনপদ বেথলিং পাড়ায় বসবাসরত ছয়টি পরিবারের স্থানীয়দের মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
বিজিবি জানায়, বড়দিন উপলক্ষে যিশু খ্রিস্টের জন্মদিনের আনন্দকে আরও অর্থবহ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় নিউথাংনাং পাড়া বিওপির কমান্ডার অনুদান বিতরণ করেন।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী বলেন, সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠী যেন তাদের ধর্মীয় উৎসব আনন্দের সঙ্গে উদ্‌যাপন করতে পারে, সে লক্ষ্যে বিজিবি নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।