ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ সৃষ্ট এ আগুনে দুটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম বিপাকে পড়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে নাজিরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন মো. ওসমান ও মো. আব্দুর শুক্কুর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাবেক স্থানীয় ইউপি সদস্য মাওলানা মনজুর মিয়া জানান, চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং দুটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।
তিনি আরও জানান, ফটিকছড়ি ফায়ার স্টেশনকে খবর দেওয়া হলেও তাদের পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে আনুমানিক চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শোক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।











