ঢাকা | সেপ্টেম্বর ১৬, ২০২৫ - ৬:৩১ অপরাহ্ন

শিরোনাম

পৌর নাগরিক সেবার মান উন্নয়ন ও কর বৃদ্ধির প্রতিবাদে রাঙ্গামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

  • আপডেট: Tuesday, September 16, 2025 - 11:01 am

রাঙ্গামাটি প্রতিনিধি।। রাঙ্গামাটি পার্বত্য জেলা পৌরসভায় নাগরিক সেবার মান উন্নয়ন না করে এখতিয়ার বহির্ভূতভাবে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙ্গামাটি পার্বত্য জেলা কমিটি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাঙ্গামাটি পৌরসভা গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন ও নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন ভূক্তভোগী সাহিদা বেগম, পার্টির রাঙ্গামাটি সদর উপজেলা কমিটির সভাপতি অমর চাকমা প্রমুখ। সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় নাগরিক রবিউল আলম বলেন, “আমরা নিয়মিত কর দেই, কিন্তু রাস্তার অবস্থা খারাপ, ড্রেনেজ নেই, ডেঙ্গু-মশা বাড়ছে। আগে নাগরিক সেবা ঠিক করুন, তারপর কর বাড়ান।”

নেতৃবৃন্দ বলেন, নাগরিক সেবা না বাড়িয়ে কর বাড়ানো অন্যায়। রাঙ্গামাটি পৌর এলাকায় ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, চুরি-ছিনতাই বন্ধ, ফুটপাত দখলমুক্তকরণ, কাপ্তাই হ্রদ থেকে কচুরীপনা অপসারণ, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ জন্মনিবন্ধন ও নাগরিক সনদ করতে হয়রানি বন্ধের দাবি জানান তারা। এছাড়া নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও টিসিবির ফ্যামেলি কার্ডের সংখ্যা বাড়ানোরও দাবি তোলেন বক্তারা।