পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক

ঈদগা (কক্সবাজার) প্রতিনিধি।। কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) জুন-২০২৫ পদে নিয়োগের লিখিত পরীক্ষায় একজন ভূয়া পরীক্ষার্থী আটক হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) শহরতলির উত্তরন মডেল স্কুল অ্যান্ড কলেজে জেলা পুলিশের তত্ত্বাবধানে অনুষ্ঠিত পরীক্ষায় এ ঘটনা ঘটে।
সকালেই পরীক্ষার্থীদের প্রবেশের সময় ফেস ডিটেকশন ক্যামেরার মাধ্যমে কাগজপত্র যাচাই করা হয়। এ সময় মুহিদ আল কাদের (২০), উখিয়া উপজেলার গৌজঘোনা এলাকার শাহ ইউনুসের পুত্র, তার ছবি ও তথ্যের গরমিল ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে, আর্থিক লেনদেনের মাধ্যমে মূল পরীক্ষার্থীর ছদ্মবেশে পরীক্ষায় অংশ নিতে এসেছিল। তার কাছ থেকে নগদ দশ হাজার টাকা জব্দ করা হয়।
জেলা পুলিশ জানিয়েছে, প্রযুক্তির সহায়তায় পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে ফেস ডিটেকশন ক্যামেরা ব্যবহার করা হয়, যা এই প্রতারণা উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, নিয়োগ বোর্ডের চেয়ারম্যান, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে পরীক্ষা পরিচালিত হয়। কক্সবাজারের পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন নিজেই পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ ও পরিচালনা করেন।