ঢাকা | ডিসেম্বর ১৭, ২০২৫ - ৮:৩৭ অপরাহ্ন

শিরোনাম

পুলিশি বাধায় বাড্ডা গিয়েই শেষ ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি

  • আপডেট: Wednesday, December 17, 2025 - 6:36 pm

নিজস্ব প্রতিবেদক।। পুলিশি বাধার মুখে রাজধানীর উত্তর বাড্ডায় ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি শেষ করেছে জুলাই ঐক্য নামের সংগঠন।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে লং মার্চ নিয়ে ইন্ডিয়ান হাইকমিশন অভিমুখে যাত্রা শুরু করলে বাড্ডা এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে জুলাই ঐক্যের নেতা কর্মীরা।

এর বিকাল সাড়ে ৩টার দিকে বিক্ষোভকারীরা রামপুরা থেকে ভারতীয় হাইকমিশনের দিকে যাত্রা শুরু করে জুলাই ঐক্যের নেতাকর্মীরা। পরে পুলিশ উত্তর বাড্ডায় ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পুলিশের বাধার মুখে পড়ে সেখানেই অবস্থান নিয়ে বক্তব্য দেন মিছিলে অংশগ্রহণকারীরা।

নেতাকর্মীরা বলেন, অবিলম্বে ফ্যাসিস্ট হাসিনাসহ সকল খুনিদের ফেরত দিতে হবে। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষায় প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এর আগে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা বিক্ষোভে যোগ দেন।

এদিকে, চলমান পরিস্থিতির কথা উল্লেখ করে দুপুর ২টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করেছে ভারতীয় কর্তৃপক্ষ।