ঢাকা | সেপ্টেম্বর ১৬, ২০২৫ - ৬:৩১ অপরাহ্ন

শিরোনাম

পানছড়িতে বিদ্যুৎ বিল অনিয়মের অভিযোগে সহকারী প্রকৌশলীকে মারধর

  • আপডেট: Tuesday, September 16, 2025 - 10:52 am

খাগড়াছড়ি প্রতিনিধি।।খাগড়াছড়ির পানছড়িতে মিটার রিডিংয়ের তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়ের অভিযোগে সহকারী প্রকৌশলী চঞ্চল মিয়াকে স্থানীয়রা গণধোলাই দিয়েছে। পরে উত্তেজিত জনতা তাকে পানছড়ি বিদ্যুৎ সাবজোন কার্যালয়ে হস্তান্তর করে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার টিএন্ডটি টিলাস্থ বিদ্যুৎ অফিস ঘেরাও করে স্থানীয়রা। এক পর্যায়ে প্রকৌশলী চঞ্চল মিয়ার সঙ্গে গ্রাহকদের কথা কাটাকাটি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তাকে গণধোলাই দেওয়া হয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে উত্তেজিত জনতার সঙ্গে ধস্তাধস্তি হয়।

ভুক্তভোগী গ্রাহকরা জানান, অবৈধ সংযোগ দিয়ে আর্থিক সুবিধা নেওয়া এবং মিটার রিডিংয়ের চেয়ে বেশি বিল দেওয়ার কারণে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। বহুবার অভিযোগ করেও সমাধান না পাওয়ায় তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

অভিযুক্ত কর্মকর্তা চঞ্চল মিয়া বলেন, “পাহাড়ি এলাকায় অবৈধ সংযোগ থাকার কারণে অতিরিক্ত বিল হয়ে থাকে।” তবে স্থানীয়দের দাবি, কর্মকর্তা ও তার সহযোগীরা ইচ্ছাকৃতভাবে এ অনিয়ম চালিয়ে যাচ্ছেন।

সচেতন মহল বলছে, বিভিন্ন আইনশৃঙ্খলা সভায় বিষয়টি বহুবার আলোচনায় আসলেও এখনো কার্যকর সমাধান হয়নি। দ্রুত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও সুষ্ঠু বিল ব্যবস্থা না করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গ্রাহকরা।

বর্তমানে চঞ্চল মিয়া পানছড়ি সাবজোন কার্যালয়ের হেফাজতে রয়েছেন।