ঢাকা | সেপ্টেম্বর ১০, ২০২৫ - ২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম

পানছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ 

  • আপডেট: Tuesday, September 9, 2025 - 3:40 pm

খাগড়াছড়ি প্রতিনিধি ।। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের জিয়ানগর এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) লোগাং জোনের সদস্যরা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে নায়েব সুবেদার তুষার হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল দলের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে আনুমানিক ৩২ ঘনফুট অবৈধ গোল কাঠ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা কাঠ বন বিভাগের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় বন ও পরিবেশ রক্ষায় অবৈধ কাঠ পাচার রোধ এবং বন উজাড় প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

স্থানীয়রা জানান, পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে অসাধু চক্র বন উজাড় করে অবৈধভাবে কাঠ পাচার করে আসছে। বিজিবির এমন অভিযান বন সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে তারা মনে করেন। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, এ ধরণের নিয়মিত নজরদারি বন ধ্বংসের প্রবণতা অনেকাংশে কমিয়ে আনবে।