ঢাকা | সেপ্টেম্বর ৬, ২০২৫ - ১১:১৯ অপরাহ্ন

শিরোনাম

পাটগ্রামে পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

  • আপডেট: Saturday, September 6, 2025 - 2:09 pm
কল্লোল আহমেদ, লালমনিরহাট।। লালমনিরহাটের পাটগ্রামে পানিতে ডুবে রাসেল মিয়া (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।নিহত রাসেল ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। চলতি বছর তিনি হাতীবান্ধা আলিমুদ্দিন সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে রাসেল তার কয়েকজন বন্ধুর সঙ্গে সফিরহাটের একটি পুকুরে গোসল করতে যায়। এসময় অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায় সে। বন্ধুদের চেষ্টায় তাকে উদ্ধার সম্ভব না হলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর তারা পুকুরের তলদেশ থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে। পরে দ্রুত তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কলেজছাত্রের মৃত্যুর বিষয়ে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”