পাকুয়াখালী গণহত্যার বিচার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাঙামাটি প্রতিনিধি।। পার্বত্য রাঙামাটির বিএম শপিং সেন্টার প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার ৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদ এর উদ্যোগে পাকুয়াখালী গণহত্যার বিচার দাবিতে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বক্তারা বলেন, ৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদ দীর্ঘদিন ধরে সমাজের অসঙ্গতি, মানবাধিকার লঙ্ঘন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে। আজকের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর পাকুয়াখালীতে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের বিচার, নিহতদের পরিবারকে পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জোরালো বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, জেলা সেক্রেটারি ডা. মোহাম্মদ ইব্রাহীম, সহ-সভাপতি কাজী মোহাম্মদ জালুয়া এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বক্তারা বলেন, বিচারহীনতা শুধু স্বজনহারাদের ক্ষতকে দীর্ঘায়িত করছে না, বরং রাষ্ট্রের ন্যায়বিচার ব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করছে।
মানববন্ধন শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ-এর মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি হস্তান্তর করে। স্মারকলিপিতে ৩৫ জন নিরীহ বাঙালি কাঠুরিয়াকে নির্মমভাবে হত্যা করার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয় এবং ছয় দফা দাবি উত্থাপন করা হয় দায়ীদের গ্রেফতার ও ফাঁসি, শহিদি মর্যাদা, পুনর্বাসন, সরকারি চাকরি, আজীবন রেশন সুবিধা এবং পাহাড়ে সক্রিয় সশস্ত্র সংগঠন নিষিদ্ধকরণ।
সংগঠনের আহ্বায়ক মো. শাখাওয়াত হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এই গণহত্যা মানব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়, যার বিচার না হওয়া রাষ্ট্রীয় দায়িত্বহীনতার প্রতিচ্ছবি। মানববন্ধনে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন, যারা ন্যায়বিচারের দাবিতে একত্রিত হন।