ঢাকা | সেপ্টেম্বর ৪, ২০২৫ - ৮:২৬ অপরাহ্ন

শিরোনাম

নারিচবুনিয়া চ্যাম্পিয়নস কিকঅফ ফুটবল টুর্নামেন্টে রাবার গ্রুপের জয়

  • আপডেট: Thursday, September 4, 2025 - 1:05 pm

নাইক্ষংছড়ি (বান্দরবান) প্রতিনিধি।। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়ায় নবজাগরণ ফুটবল একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো নারিচবুনিয়া চ্যাম্পিয়নস কিকঅফ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় নারিচবুনিয়া স্টেডিয়ামে আয়োজিত এই বর্ণাঢ্য খেলায় মুখোমুখি হয় স্থানীয় জনপ্রিয় দুই দল দক্ষিণ বাইশারী রাবার গ্রুপ ও হলুদ্যাশিয়া ফুটবল একাদশ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭১ টিভি ও দৈনিক কর্ণফুলী পত্রিকার প্রতিনিধি আবদুর রশিদ। তিনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক এবং সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে গ্রামবাংলার লুকিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারবে। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

টুর্নামেন্টের সভাপতিত্ব করেন নবজাগরণ ফুটবল একাডেমির সভাপতি হেলাল উদ্দিন মাতাব্বর। প্রধান বক্তা ছিলেন সাবেক ইউপি সদস্য আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জালাল আহমদ, শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ফরিদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ইসমাইল এবং সমাজসেবক ইদ্রিচ।

খেলার শুরু থেকেই মাঠে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নির্ধারিত সময়ে দুই দল ২-২ গোলে ড্র করে। পরে ট্রাইব্রেকারে দক্ষিণ বাইশারী রাবার গ্রুপ ৩-২ গোলে জয় লাভ করে। বিজয়ের মুহূর্তে মাঠজুড়ে আনন্দধ্বনিতে মুখরিত হয় সমর্থকরা।

খেলা পরিচালনা করেন মোহাম্মদ হোসাইন। সহকারী রেফারি ছিলেন মোঃ হাবিব ও ইমরান। ধারাভাষ্যে ছিলেন ইমাম হোসাইন, তিনি খেলার প্রতিটি মুহূর্তে দর্শকদের উজ্জীবিত করে রাখেন।

বক্তারা বলেন, এ ধরনের টুর্নামেন্ট তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে, সামাজিক বন্ধন দৃঢ় করে এবং মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। ফুটবলকে ঘিরে পুরো নারিচবুনিয়ায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। খেলাপ্রেমীরা এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান।