নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির নাম ইসহাক (৩৭)। তিনি টেকনাফ থানার হ্নীলা এলাকার পশ্চিম পানখালীর বাসিন্দা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ রেজুআমতলী বিওপি’র একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার-৩৯ থেকে প্রায় ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কুতুপালং কচুবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ইসহাককে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পাচারে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্তকে নিরাপদ রাখতে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”
তিনি আরও জানান, আটককৃত আসামিকে উদ্ধারকৃত ইয়াবাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। বিজিবির নিয়মিত এসব অভিযানে সীমান্তবর্তী এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ আরও জোরদার হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।











