ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৫ - ৬:৪৮ অপরাহ্ন

শিরোনাম

দৈনিক গিরিদর্পণের পরিচালনা সম্পাদক মরহুম এম. কে. মোমিন-এর শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, December 21, 2025 - 5:07 pm

চট্টগ্রাম ব্যুরো।
দৈনিক গিরিদর্পণের পরিচালনা সম্পাদক মরহুম এম. কে. মোমিন-এর স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টায় নগরীর এশিয়ান এস আর হোটেলে অনুষ্ঠিত হয়।

শোকসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম. আলী হোসেন। মরহুম এম. কে. মোমিন-এর সুহৃদবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত এই শোকসভা ও দোয়া মাহফিলের সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংবাদ দর্পণ ও আর্থনিউজ২৪-এর সম্পাদক ফরহাদ আমিন ফয়সাল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক নয়া বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিয়াউদ্দিন এম. এনায়েত উল্লাহ।
শোকসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বিশ্ব প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উপদেষ্টা ফারুক ইকবাল, দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার ড. সৈয়দ আবদুল ওয়াজেদ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি এস এম জামাল উদ্দিন, দৈনিক ভোরের আকাশের আবাসিক সম্পাদক কামাল পারভেজ, বিএনএ নিউজের ব্যবস্থাপনা সম্পাদক হাদিদুর রহমান, দৈনিক শাহ আমানত পত্রিকার সম্পাদক হুমায়ুন কবির, চট্টগ্রাম ডেইলি সম্পাদক ও এশিয়ান এস আর হোটেলের প্রোপ্রাইটর মোহাম্মদ ইয়াকুব, সাপ্তাহিক সত্য সংবাদ পত্রিকার সম্পাদক হারুন অর রশিদ, চট্টগ্রাম রেলওয়ে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম পিন্টু, দৈনিক বায়েজিদ পত্রিকার সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, সাংবাদিক মিলন বড়ুয়া, শমসুল করিম লাভলু, সাইফুল ইসলাম ও প্রবাসী দর্পণের বাংলাদেশ প্রধান শাহরিয়ার হাসান।
উপস্থিত ছিলেন শোকসভায় আরও উপস্থিত ছিলেন—
বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান মজুমদার নাজিম,
স্টারনিউজ২৪বিডি ডটকমের সম্পাদক এএফএম বোরহান,
সাপ্তাহিক পূর্বাভাসের সম্পাদক রফিকুল ইসলাম,
সাপ্তাহিক পূর্ববার্তার সম্পাদক রোকন উদ্দীন আহমদ,
আলোকিত প্রতিদিনের সাংবাদিক এম. জসিম উদ্দিন,
দৈনিক মুক্তখবরের স্টাফ রিপোর্টার শেখ ফরমান উল্লাহ চৌধুরী,
শাপলা টেলিভিশনের রিপোর্টার মোহাম্মদ ইউছুপ,
পূর্ববাংলার সাংবাদিক মিলন বড়ুয়া,
দৈনিক গিরিদর্পণের রিপোর্টার সরওয়ার চৌধুরী ও শমসুল করিম লাভলু,
এশিয়া ছিন্নমূলের রিপোর্টার কাজী মুরাদ ভাণ্ডারী,
১৬ বাংলা টিভির স্টাফ রিপোর্টার মোঃ শহীদুল ইসলাম ও গাজী নুরুল হক শাহ,
দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মুজিব উল্লাহ তুষার,
রাজধানী টিভির সাংবাদিক এম. আর. মিলন,
কর্ণফুলী নিউজের সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম,
দৈনিক নয়াবাংলার সাংবাদিক মিহির কে. চক্রবর্তী,
দ্য এশিয়া এইজ-এর সাংবাদিক বাশার আহমেদ,
বাংলা বিডি টিভির সাংবাদিক মোঃ আব্বাস,
আলোচিহ্ন-এর সাংবাদিক মোঃ মিজান,
দৈনিক আমার সময়ের সাংবাদিক মোঃ সামিন,
শাহ আমানতের সাংবাদিক নজরুল ইসলাম,
আলোচিত প্রতিদিনের রিপোর্টার রোকেয়া সুলতানা,
দৈনিক পূর্বকোণের সাংবাদিক মোঃ সহিদুল ইসলাম,
লেখক ও গবেষক এবং দৈনিক গণতন্ত্রের বিশেষ প্রতিবেদক মাহমুদুল হক,
সাংবাদিক তোহা জাহেদ চৌধুরী ও ফয়েজ রেজা,
ব্যবসায়ী মোহাম্মদ লোকমান
এবং এশিয়া ছিন্নমূলের সাবেক সভাপতি মোঃ মূসা খান।
পরিবারবর্গ:
অনুষ্ঠানে মরহুমের পরিবারবর্গের মধ্যে উপস্থিত ছিলেন তাঁর ভগ্নিপতি গ্যাস মেরিনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর এস কে ওহিদুল ইসলাম, বড় ছেলে শিহাব উদ্দিন খান, ছোট ছেলে ফারহান খান, মেয়ের জামাতা মাহামুদুল হক চৌধুরী, পরিবারের সদস্য মোঃ শিহাব উদ্দীন, কাজী ফাহিম নাছির ও আরিয়ান।
দোয়া ও মুনাজাত অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন দৈনিক গণতদন্ত পত্রিকার বিশেষ প্রতিনিধি মাওলানা মাহমুদুল হক আনচারী।
শোকসভায় বক্তারা বলেন, মরহুম এম. কে. মোমিন ছিলেন একজন নির্ভীক, সাহসী ও সৎ সাংবাদিক। সত্য প্রকাশে তিনি কখনো আপস করেননি। একই সঙ্গে তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক। তিনি নতুন বাংলাদেশ, সমন্বয় নিউজ, সাপ্তাহিক বনভূমি, নয়াবাংলা ও সর্বশেষ দৈনিক গিরিদর্পণসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।