ঢাকা | সেপ্টেম্বর ১৪, ২০২৫ - ১২:৩১ অপরাহ্ন

শিরোনাম

তিন যুগ পর চাকসু নির্বাচন: মনোনয়নপত্র বিক্রি শুরু, জমার শেষ দিন বুধবার

  • আপডেট: Sunday, September 14, 2025 - 6:27 am

জাগো জনতা অনলাইন।। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। আর বুধবার (১৭ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র বিক্রি চলবে আগামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত। সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।

কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্রের দাম নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২০০ টাকা।
প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। কারও ডোপ টেস্ট রিপোর্ট পজিটিভ হলে বাতিল হবে প্রার্থিতা।

এরপর আগামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) যাচাই-বাছাই শেষে ২১ সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ২৫ সেপ্টেম্বর। এ ছাড়াও সকাল সাড়ে ৯টায় প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকাও। তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ২৭,৬৩৪ জন।

চাকসু নির্বাচন কমিশনের মেম্বার সেক্রেটারি অধ্যাপক ড. একেএম. আরিফুল হক সিদ্দিকী বলেন, ‘আজ প্রথম দিন; এর ওপর বৃষ্টি পড়ছে, তাই শিক্ষার্থী কম দেখতে পাচ্ছি। তবে ধীরে ধীরে বাড়বে। আমরা আলোচনা সভায় শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ দেখেছিলাম।

তিনি আরও বলেন, ‘মনোনয়নপত্রের সঙ্গে তাদের নির্দেশনাপত্রও দেয়া হবে। এরপর চবি মেডিকেলে তাদের ডোপ টেস্ট করতে হবে। তবে ডোপ টেস্টের রেজাল্ট গোপন থাকবে ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হবে। টেস্ট পজিটিভ হলে প্রার্থিতা বাতিল হবে।’

তিন যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন (চাকসু)। আগামী ১২ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট সামনে রেখে চলছে নানা আয়োজন। সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালে।