ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৫ - ৫:১৮ অপরাহ্ন

শিরোনাম

ঢাবি পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট অ্যালামনাইয়ের পুনর্মিলনী

  • আপডেট: Friday, September 19, 2025 - 11:15 am

ঢাবি সংবাদদাতা।। ঢাকা বিশ্ববিদ্যালয় পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট অ্যালামনাই আসোসিয়েশনের পুনর্মিলনী শুক্রবার ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. সায়েদুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. খালেদা ইসলাম, অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া ও অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইমুমুজ্জামান । অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাহিদ মনির ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম তুলে ধরেন । অনুষ্ঠান সঞ্চালন করেন ইনস্টিটিউটের প্রভাষক আবিরা নাওয়ার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট থেকে শিক্ষা জীবন শেষ করে বহু পুষ্টিবিদ ও খাদ্য বিজ্ঞানী দেশে-বিদেশে সফলভাবে কাজ করছেন। এই ইনস্টিটিউটের ল্যাবরেটরিগুলো অত্যন্ত উঁচুমানের। ইনস্টিটিউটের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের উন্নয়নে সহযোগী হিসেবে ভূমিকা পালনের জন্য তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।