টানা ১১ দিন পর বন্ধ হলো কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের জলকপাট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।। টানা ১১ দিন পানি ছাড়ার পর অবশেষে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট একযোগে বন্ধ করে দেওয়া হয়েছে।
কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৮.২২ ফুট মীন সি লেভেল, যা বিপদসীমার নিচে থাকায় জলকপাট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে চলতি মাসের ৮ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় তৃতীয় দফায় ৬ ইঞ্চি করে ১৬টি জলকপাট খোলা হয়েছিল। পরবর্তী সময়ে কাপ্তাই লেকের পানির উচ্চতা বেড়ে গেলে লেক তীরবর্তী অঞ্চল প্লাবিত হয়। তখন পানি ছাড়ার পরিমাণ ধাপে ধাপে বাড়িয়ে সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত করা হয়েছিল।