জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
খাগড়াছড়ি প্রতিনিধি।
জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং আগামী নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার উদ্যোগে শহরের মুক্তমঞ্চ এলাকায় এ কর্মসূচি হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে মুক্তমঞ্চে সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে বক্তারা স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেন, জেলা শাখার সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান এবং খাগড়াছড়ি সদর উপজেলার আমির ইলিয়াস।
বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন জনগণের ন্যায্য অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের একটি ধাপ। দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে জনগণকে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিতে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করা জরুরি।
সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











