ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৫ - ৫:০১ অপরাহ্ন

শিরোনাম

চুরি-ছিনতাইয়ে শীর্ষে তেজগাঁও-মতিঝিল, মাদক-নারী নির্যাতনে মিরপুর-ওয়ারী, অপহরণে উত্তরা

  • আপডেট: Friday, September 12, 2025 - 5:13 am

জাগো জনতা অনলাইন।। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মামলার পরিসংখ্যানে দেখা গেছে চুরি-ছিনতাইয়ে শীর্ষে রয়েছে  তেজগাঁও-মতিঝিল বিভাগ। একইসঙ্গে মাদক-নারী নির্যাতনে শীর্ষে রয়েছে মিরপুর-ওয়ারী বিভাগ। আর অপহরণে শীর্ষে রয়েছে উত্তরা বিভাগ।

এদিকে ৬ সেপ্টেম্বর বেলা ১১টা, মোহাম্মদপুরের বসিলা এলাকার একটি সড়কে প্রকাশ্যে ছিনতাই করা হয়। সিসিটিভির ফুটেজে দেখা যায়, দিনে-দুপুরে প্রকাশ্যে দেশীয় অস্ত্র দিয়ে করা হলো ছিনতাই। এর ঠিক ৭ দিন আগে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় বিকেল ৫টার দিকেও প্রকাশ্যে একই ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানা এলাকায় এমন ছিনতাইয়ের ঘটনা ঘটছে অহরহ। সম্প্রতি মোহাম্মদপুর থানা এলাকায় ছিনতাইকারী সন্দেহে কয়েকজনকে পিটিয়ে হত্যাও করা হয়েছে। পুলিশ বলছে, অপরাধ দমনে কাজ করছে তাঁরা।

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত নানা অপরাধের রাজধানীর ৫০ থানায় মামলা হয়েছে ১০ হাজার ৫৩১টি। এসব মামলায় গ্রেপ্তার হয়েছে ২৪ হাজার। ডিএমপির পরিসংখ্যান বলছে, তেজগাঁও বিভাগের ছয় থানায় (তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা, আদাবর থানা, শেরে বাংলা নগর থানা, মোহাম্মদপুর থানা ও শ্যামলী থানা) ছিনতাই-ডাকাতির মামলা হয়েছে ৬৮টি। মতিঝিলের সাত থানায় (মতিঝিল মডেল থানা, পল্টন মডেল থানা, খিলগাঁও মডেল থানা, সবুজবাগ থানা, রামপুরা থানা, মুগদা থানা ও শাজাহানপুর মডেল থানা) চুরির মামলা হয়েছে ২৪৯টি। আর নারী নির্যাতন সবচেয়ে বেশি মিরপুর বিভাগে। এমন ঘটনায় করা মামলার সংখ্যা ১৫৭টি।

অপহরণ মামলার শীর্ষে রয়েছে উত্তরা, মামলার সংখ্যা ৩৫টি। আর মাদক-খুন সবচেয়ে বেশি ওয়ারীতে, সাত মাসে মামলা ৬৮৪টি।

বিশেষজ্ঞরা বলছেন, এলাকাভেদে অপরাধের ধরন আলাদা। মানুষের আর্থিক অবস্থা, জীবনযাপনের মান, আর্থসামাজিক অবস্থান, ভৌগোলিক অবস্থান ভেদে অপরাধ হয় ভিন্ন ভিন্ন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেভাবেই ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের।

সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেমন বিশেষ অভিযান পরিচালনা করা দরকার, পাশাপাশি পুলিশের টহল কার্যক্রম, গোয়েন্দা তৎপরতা বাড়ানো, সোর্সগুলোকে আরও বেশি সক্রিয় করা প্রয়োজন।’

পুলিশ বলছে, ভাসমান মানুষ যে এলাকায় বেশি থাকে, সেই এলাকায় অপরাধ বেশি ঘটে। ব্যবস্থাও সেভাবে নেওয়া হচ্ছে বলে দাবি পুলিশের।

ডিএমপির ডিসি (মিডিয়া) মোহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘নানা ধরনের অপরাধ বাড়ছে। আমরা আমাদের অপরাধ নিয়ন্ত্রণ কৌশল প্রয়োগ করছি এবং কীভাবে এসব অপরাধ কমানো যায়, অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা যায় সেই লক্ষ্যে কাজ করছি।