ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৫ - ৬:০৪ অপরাহ্ন

শিরোনাম

চাকসু নির্বাচনে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খেয়াং ছাত্রী মে থুই চিৎ খেয়াং

  • আপডেট: Thursday, September 18, 2025 - 10:39 am

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে পাহাড়ি ছাত্রীরা পূর্ণাঙ্গ প্যানেল ‘হৃদ্যতার বন্ধন’ থেকে অংশ নিচ্ছেন। নওয়াব ফয়জুন্নেছা হলে সহ-সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মে থুই চিৎ খেয়াং। তিনি প্রথম কোনো খেয়াং ছাত্রী, যিনি চাকসু নির্বাচনে অংশ নিচ্ছেন।

মে থুই চিৎ খেয়াং বলেন, “আমি খেয়াং সম্প্রদায়ের প্রথম মেয়ে, যে দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। নবাব ফয়জুন্নেছা হলে বাঙালি, হিন্দু, বড়ুয়া, বৌদ্ধসহ সমতল ও পাহাড়ি বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থী রয়েছেন। আমরা বিভেদহীন পরিবেশ গড়ে তুলতে চাই। এজন্যই প্যানেলে সব পাহাড়ি ছাত্রীর প্রতিনিধিত্ব রাখা হয়েছে।”

তিনি আরো বলেন, “আমাদের জন্য মাত্র একটি হল রয়েছে। সেখানে সিট বণ্টন ৬০-৪০ ভাগে বিভক্ত। আমরা চাই প্রত্যেকে তার প্রাপ্য অধিকার পাক, কারো অধিকার যেন আরেকজন কেড়ে নিতে না পারে। শিক্ষার্থীদের মৌলিক চাহিদা নিশ্চিত করার পাশাপাশি বিভেদহীন পরিবেশ গড়ে তুলতে চাই।”

মে থুই চিৎ খেয়াং জানান, তারা কোনো রাজনৈতিক দলের প্রভাবিত প্যানেল নয়। “আমরা নন-পলিটিক্যাল। কেবল স্বতন্ত্রভাবে আমাদের মৌলিক অধিকার আদায়ের জন্যই নির্বাচনে অংশ নিচ্ছি।”

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সর্বশেষ চাকসু নির্বাচন হয় ১৯৯০ সালে।