ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৫ - ৫:০৪ অপরাহ্ন

শিরোনাম

চট্টগ্রাম-কক্সবাজার সড়ক করিডোরে হাতির বিচরণ ঝুঁকিতে

  • আপডেট: Saturday, September 13, 2025 - 10:48 am

জাগো জনতা ডেস্ক।। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও পার্শ্ববর্তী আঞ্চলিক সড়কগুলো হাতির প্রাচীন আবাসভূমি বিভক্ত করে দিয়েছে। এ অঞ্চলে অবস্থিত ১২টি হাতি করিডোর অতীতের সমৃদ্ধ বনভূমির ধারক হলেও মানুষের দখল, সড়ক ও বসতি বিস্তারের কারণে ক্রমেই সংকুচিত হচ্ছে।

ফাঁসিয়াখালী-ছৈরাখালী, ফাঁসিয়াখালী-মানিকপুর, চুনতি-সাতগড়, লালুটিয়া-বরদুয়ারা, সুখবিলাস-কোদালা ও নারিশ্যা-কোদালা করিডোর দিয়ে হাতিরা নিয়মিত চলাচল করে। বিশেষ করে ফসল কাটার মৌসুমে এসব করিডোরে হাতির উপস্থিতি বেশি দেখা যায়। এ করিডোরগুলোর একদিকে রয়েছে প্রাকৃতিক বন, অন্যদিকে কৃত্রিম বাগান ও বসতি, যা হাতির জন্য ঝুঁকি তৈরি করছে।

আইইউসিএন জানিয়েছে, করিডোর রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এর মধ্যে রয়েছে করিডোরের সীমানা ঘোষণা ও আইনি সুরক্ষা, জ্বালানি কাঠ সংগ্রহ হ্রাস, বন-নির্ভরশীল মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বাগানকে প্রাকৃতিক বনে রূপান্তর। পাশাপাশি কুমির প্রজনন কেন্দ্র, রাবার বাগান অফিস, টিভি কেন্দ্র, শরণার্থী শিবির ও পোল্ট্রি ফার্ম স্থানান্তরের সুপারিশ করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এ পদক্ষেপগুলো বাস্তবায়ন না হলে হাতির প্রজনন ও আবাসস্থল মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে, যা দেশের জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।