ঢাকা | সেপ্টেম্বর ১৬, ২০২৫ - ৭:২৭ অপরাহ্ন

শিরোনাম

চট্টগ্রামে ২২০২ মণ্ডপে হবে দুর্গাপূজা : নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা জেলা পুলিশের

  • আপডেট: Tuesday, September 16, 2025 - 12:27 pm

চট্টগ্রাম প্রতিনিধি।। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর হালিশহর চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু। তিনি বলেন, “দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের এক অনন্য প্রতীক।” পূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতির কথা তিনি সভায় তুলে ধরেন।

এ বছর চট্টগ্রাম জেলায় প্রতিমা পূজামণ্ডপের সংখ্যা ১ হাজার ৫৮৫টি ও ঘট পূজার সংখ্যা ৬১৭টি। মোট পূজামণ্ডপের সংখ্যা ২ হাজার ২০২টি। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৩৫৬টি, গুরুত্বপূর্ণ ৭১৬টি এবং সাধারণ ১ হাজার ১৩০টি। স্থায়ী পূজামণ্ডপ ৯৫০টি এবং অস্থায়ী ৬৩৫টি। ১ হাজার ৪৪০টি পূজামণ্ডপে ইতোমধ্যে সিসিটিভি/আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

সভায় পূজা মণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বেশ কিছু নির্দেশনা প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে – পূজা কমিটির ভেটিংকৃত স্বেচ্ছাসেবকদের তালিকা থানায় জমা দেওয়া, প্রতিটি মণ্ডপে ডিভিআরসহ সিসিটিভি বা আইপি ক্যামেরা স্থাপন ও মনিটরিংয়ের ব্যবস্থা, নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং এবং ভলান্টিয়ার নিয়োগ, থানাভিত্তিক বিশেষ টিম গঠন ও দ্রুত প্রতিক্রিয়ার ব্যবস্থা, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে নজরদারি, পূজা মণ্ডপের সামনে-পেছনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও বিদ্যুৎ বিভ্রাটে বিকল্প ব্যবস্থা, স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে সম্প্রীতি কমিটি গঠন, মণ্ডপের আশপাশে অবৈধ দোকান উচ্ছেদ ও রাস্তার গাড়ি পার্কিং নিয়ন্ত্রণ, পূজা উপলক্ষে মেলা বা অন্য অনুষ্ঠান নিরুৎসাহিত করা এবং সময়মতো প্রতিমা বিসর্জন সম্পন্ন করা।

সভায় জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা ছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সার্কেল অফিসার এবং থানার ওসিরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত সহযোগিতায় এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।

যেকোনো জরুরি পরিস্থিতিতে পুলিশ কন্ট্রোল রুমের ০১৩২০-১০৮৩৯৮ নম্বরে যোগাযোগ করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।