ঢাকা | সেপ্টেম্বর ১৭, ২০২৫ - ৬:০৯ অপরাহ্ন

শিরোনাম

চট্টগ্রামে ১৬ টি আসনে ৮৬১টি অস্থায়ী বুথ নির্ধারণ

  • আপডেট: Wednesday, September 17, 2025 - 10:17 am

চট্টগ্রাম প্রতিনিধি।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস। প্রকাশিত তালিকা অনুযায়ী, এ জেলায় মোট ১,৯৫৯টি ভোটকেন্দ্র১২,৬৫৬টি ভোটকক্ষ (বুথ) নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৮৬১টি বুথ অস্থায়ীভাবে স্থাপন করা হবে। তবে এবার চট্টগ্রামের কোথাও কোনো অস্থায়ী ভোটকেন্দ্র রাখা হয়নি।

আসনভিত্তিক অস্থায়ী বুথের সংখ্যা: চট্টগ্রাম–১ (মীরসরাই) ৪৭টি, চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) ৮৯টি, চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) ৬৩টি, চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড ও সিটি কর্পোরেশনের ৯ ও ১০ নম্বর ওয়ার্ড) ৪৫টি, চট্টগ্রাম–৫ (হাটহাজারী ও সিটি কর্পোরেশনের ১ ও ২ নম্বর ওয়ার্ড) ৮৭টি, চট্টগ্রাম–৬ (রাউজান) ২৪টি, চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) ৫৮টি, চট্টগ্রাম–৮ (বোয়ালখালী–চান্দগাঁও) ২৭টি, চট্টগ্রাম–৯ (কোতোয়ালী) ৬৫টি, চট্টগ্রাম–১০ (পাহাড়তলী–হালিশহর–খুলশী–পাঁচলাইশ) ৯৪টি, চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা–সদরঘাট) ৪৭টি, চট্টগ্রাম–১২ (পটিয়া) ২৮টি, চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) ৪৭টি, চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক এলাকা) ৪৪টি, চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া ও সাতকানিয়া) ২৮টি এবং চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) ৬৮টি।

এছাড়া চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১৩ আসনে মোট ৬৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার (হিজড়া) তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলা নির্বাচন অফিস জানিয়েছে, গত নির্বাচনের তুলনায় এবার চট্টগ্রামে ভোটকেন্দ্র কমেছে ৬৪টি এবং ভোটকক্ষ কমেছে ১,০৭৬টি। খসড়া তালিকা আপত্তি ও প্রস্তাবের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং চূড়ান্ত তালিকা প্রকাশের পর ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করবে নির্বাচন কমিশন।