ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৫ - ১১:১২ অপরাহ্ন

শিরোনাম

চট্টগ্রামে ১৪৮টি চোরাই মোবাইল উদ্ধার, চক্রের তিন সদস্য গ্রেপ্তার

  • আপডেট: Friday, September 19, 2025 - 3:46 pm

চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোবাইল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৪৮টি চোরাই মোবাইল এবং ২টি ডিএসএলআর ক্যামেরা জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালী থানার পুরাতন রেলস্টেশন ও চৈতন্যগলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে মহানগর গোয়েন্দা পুলিশ একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে।

গ্রেপ্তাররা হলেন:

মো. সোহেল মিয়া (৩৩), কিশোরগঞ্জের কটিয়াটি উপজেলার মানিকখালীর মৃত খসরু মিয়ার ছেলে।

মো. আব্দুল হাকিম ওরফে রাকিব (২৭), সন্দ্বীপের হারামিয়া ইউনিয়নের আবুল খায়েরের ছেলে।

মো. ইয়াছিন (২০), ফেনীর ফুলগাজী মধ্যম বাসুয়া ইউনিয়নের ইলিয়াস মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে প্রথমে সোহেলকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে রাকিব ও ইয়াছিনকেও গ্রেপ্তার করা হয়। এছাড়া, তাদের দেওয়া তথ্যের সাহায্যে চক্রের বাকি সদস্যদেরও গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।